পোস্টগুলি

ইসলামী ফাইনান্স বিষয়ে উচ্চ শিক্ষা

ইসলামী ফাইনান্স বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন একটা বিষয়। বর্তমান তরুন প্রজন্ম এ বিষয়ে খুবই আগ্রহী। এছারাও ২০১০ সালের অর্থনৈতিক মন্দার পরে ইসলামী অর্থব্যবস্থা আলাদা ভাবে সবার নজর কারে। বর্তমানে পৃথিবীর বিভীন্ন দেশে ইসলামী ফাইনান্স বিষয়ে পরাশোনা করা যায়। YURIZK ইসলামী ফাইনান্স বিষয়ে পরাশোনার খোজ খবর নেয়ার জন্য একটি অসাধারন অয়েব সাইট। এই সাইটের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী ফাইনান্স বিষয়ে গ্রাজুয়েশন মাষ্টার্স ও পি.এইচ.ডি প্রোগ্রামের বিভিন্ন তথ্য পাওয়া যাবে। INCEIF   ইনসেফ হচ্ছে ইসলামী ফাইন্যান্স বিষয়ে পরাশোনার জন্য সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। ২০০৫ সালে মালয়সিয়ার কেন্দ্রীয় ব্যাংক এটা প্রতিষ্ঠা করে। এই বিশ্ববিদ্যালয় শুধু মাত্র  ইসলামী ফাইন্যান্স বিষয়ে ডিগ্রি প্রদান করে থাকে। বিগত বছরগুলোতে তারা সাফল্যের সাথে তাদের কর‌্যক্রম পরিচালনা করে আসছে। IIUM  আই.আই.ইউ.এম ইসলামী ফাইনান্স বিষয়ে গ্রাজুয়েশন মাষ্টার্স ও পি.এইচ.ডি প্রোগ্রাম অফার করে থাকে। Islamic Online University (IOU)   আই. ওম. এম ইসলামী ফাইনান্স বিষয়ে গ্রাজুয়েশন প্রোগ্রাম অফার করে। International Islamic

আরবি ভাষা শিক্ষা

ছবি
আরবি ভাষা পৃথিবীর গুরুত্বপূর্ন ভাষা সমুহের মধ্যে একটি।এ ছারাও মুসলিমদের কাছে এর ধর্মীয় গুরুত্বও অপরীসীম। সাধারন সিক্ষায় শিক্ষিত লোকজনও এ বিষয়ে খুব আগ্রহী সেটা হোক ধর্মীয় কারনে বা পেশাগত করেনে।সাধারন শিক্ষায় শিক্ষিত লোকেদের জন্য বর্তমানে আরবি ভাষা শিক্ষার জন্য বিভিন্ন ব্যবস্তা আছে।এর মধ্যে উল্লেখ যোগ্য মাধ্যম সম্পর্কে আলোচোনা করা যাক। ১)  আল কুরআনের ভাষা www.alquranervasha.com  :  আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষাভাষীদের জন্য আমার দেখা সবচেয়ে  ভাল মানের ওয়েব  সাইট। এখানে বাংলা ও ইংরেজি দুই মাধ্যমেই শেখা যায়। এই ওয়েব সাইটের একটি ফেসবুক পেজও   আছে  যেখানে আরবি ভাষার বিভিন্ন বিষয় নিয়ে  আলোচনা করা হয়।  এছারাও তাদের একটি ইউটিউব চ্যানেলও আছে। এছারাও  আল কুরআনের ভাষা নামক একটি জনপ্রিয়  বইও আছে।  এই বই এর লেখক এবং এই ওয়েব সাইটের প্রতিষ্টাতা এস. এম নাহিদ হাসান এ ছাড়াও সুন্দর শব্দ সমূহ নামে তার আর একটি বই আছে। ২) AQS:Academy of Qur'an Studies: ভারতের   Understand Quran Academy  এ কটি  বিশ্বমানের কুরআন  ও আরবি শিক্ষা প্রতিষ্টান বাংলাদেশে তাদের ‍কোর্স গুলো করায়